সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে চলছে রুটমার্চ। পঞ্চায়েত ভোটের আগে ভোটারদের আশ্বস্ত করতে পথে বাগনান থানার বড়বাবু।

হাওড়াঃ- “আমি…….থানার বড়বাবু। আপনারা যাকে মনে করবেন তাকেই ভোট দেবেন। নির্ভয়ে ভোট দেবেন।” রবিবার হাওড়ার বাগনানের বিভিন্ন জায়গায় রুটমার্চ করে এভাবেই সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দিতে আশ্বস্ত করেন বাগনান থানার ওসি। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই বিরোধীদের তরফ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। কোথাও কোথাও বাইক বাহিনী এসে শাসানি দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। রবিবার সকালে বাগনান থানার পুলিশ ‍ওই সেন্ট্রাল ফোর্স নিয়ে এলাকায় রুটমার্চ করে। বাগনানের সাবসিট ও কল্যাণপুর এলাকায় পুলিশ এদিন রুটমার্চ করে। এলাকার লোকেরা যাতে ভীত সন্ত্রস্ত না হয় তার জন্য আশ্বস্ত করেন বাগনান থানার ওসি অভিজিৎ দাস।  স্থানীয়দের দাবি তাদের যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে দেওয়া হয়। অভিযোগ, মাঝেমধ্যেই কোনও কোনও এলাকায় বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে। তবে আজ সকালে বাগনান থানার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স এলাকায় রুটমার্চ করায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *