তৃণমূল কংগ্রেসের পথসভায় উপস্থিত রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলী সাহা।
কেশপুর, পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। সময় মাত্র বাকি সাত দিন। এদিন কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের অন্তর্গত উরামী বুথে তৃণমূল কংগ্রেসের পথসভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা। তিনি ত্রিস্তর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার আহবান জানান। পাশাপাশি এই দিনের পথসভা থেকে সিপিএমকেও আক্রমণ করেন শিউলি সাহা। তিনি জানান সিপিএম হয়তো ভুলে গেছে যে কঙ্কাল কান্ড বানিয়েছিল কেশপুরের তৃণমূল কর্মীদের। কোন লজ্জায় ভোট চাইতে যাচ্ছে তারা মানুষের কাছে। তবে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে শাসকবিরোধী রাজনৈতিক তরজা তত বাড়ছে। শেষ হাসি কে হাসবে তা বলবে ভোটের রেজাল্ট।