শোরুমে ঢুকে মোবাইল নিয়ে চম্পট এক বন্ধুর। আরেক বন্ধুকে আটক করলো পুলিশ।
হাওড়াঃ- মোবাইলের শোরুমে ঢুকে ফোন কেনার অছিলায় দুই বন্ধুর মধ্যে একজন দামি মোবাইল সেট চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ। আরেক বন্ধু অবশ্য দোকানদারের হাতেহাতে ধরা পড়ে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে। পুলিশ সূত্রের খবর, দুই কিশোর মিলে স্কুটারে চেপে রোডের উপর একটি মোবাইল শোরুমে আসে। দুজনের মধ্যে একজন বন্ধু দোকানদারকে প্রথমে হেডফোন এবং পরে মায়ের জন্য কি প্যাড ফোন দেখতে চায়।
দোকানদার দোকানের ভেতর থেকে কি প্যাড ফোন আনতে গেলে অন্য বন্ধু দোকান থেকে একটি আইফোন নিয়ে চম্পট দেয়। পরে ঘটনাটি দোকানদারের নজরে এলে সে চিৎকার করে উঠলে অন্যজন হাতেনাতে ধরা পড়ে যায়। এলাকার বাসিন্দারা ওই কিশোরকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ব্যাঁটরা থানার পুলিশ। ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।