জন্ডিসের প্রকোপ বাড়ছে হাওড়ার বালিতে। পৌর প্রশাসককে ডেপুটেশন সিপিআইএমের।
হাওড়াঃ- বালি পৌরসভার কিছু এলাকায় জন্ডিসের প্রকোপ বাড়ছে। ইতিমধ্যেই বালির ৯ এবং ১১ এই দুটি ওয়ার্ড থেকেই প্রায় ৭২ জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এই নিয়ে বালি পৌরসভার প্রশাসককে ডেপুটেশন দিল সিপিআইএম। শুক্রবার সকালে সিপিআইএমের তরফ থেকে বালির পৌর প্রশাসকের কাছে এক ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। তাদের অভিযোগ, বালির দুটি ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ বাড়ছে। এরজন্য তারা দূষিত পানীয় জলকেই দায়ী করছেন। তাদের অভিযোগ, এখানে দীর্ঘদিন ভোট হয়নি। নির্বাচিত বোর্ড নেই। জনপ্রতিনিধি না থাকায় কাজ হচ্ছে না।
ফলে নাগরিক পরিষেবা বালির মানুষ পাচ্ছেন না। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পানীয় জল, রাস্তা, সাফাই বিভাগের কোনও পরিষেবাই মানুষ পাচ্ছেন না। এখানকার স্থানীয় মানুষ সব পরিষেবা থেকেই বঞ্চিত হচ্ছেন। এদিন সিপিআইএম নেতৃত্ব দাবি তুলেছেন অবিলম্বে ভোট চাই এবং অবিলম্বে নির্বাচিত বোর্ড চাই। এদিন সিপিআইএমের তরফ থেকে ৭২ জন জন্ডিস আক্রান্তের নামের তালিকা বালি পৌরসভায় প্রশাসকের দপ্তরে জমা দেওয়া হয়।