সালানপুর ব্লকে শান্তিপূর্ণ ভাবে চলছে মনোনয়ন পত্র জমা ও তোলার কাজ।
সৌমিত্র গাঙ্গুলি, সালানপুর, পশ্চিম বর্ধমানঃ- পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা ও তোলার দ্বিতীয় দিনে সালানপুর ব্লকে সিপিএম ও বিজেপির কয়েকজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন। ব্লকের ১১টি পঞ্চায়েতের জন্য মোট ১১টি কাউন্টার বানানো হয়েছে। তাছাড়া পঞ্চায়েত সমিতির মনোনয়নের জন্য ২টি আলাদা করে কাউন্টার করা হয়েছে। সকাল থেকেই পুলিশের কড়া নজরদারির মধ্যেই মনোনয়নের কাজ শুরু হয়েছে।
এদিন নিজে উপস্থিত ছিলেন এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হক। তাছাড়া বিডিও অফিস চত্বরে মোতায়েন রয়েছে র্যাফ ও ফোর্স। তবে দ্বিতীয় দিনেও সালানপুর ব্লকে কোনো মনোনয়ন পত্র জমা দেয়নি তৃণমূল কংগ্রেস।