অয়েল ট্যাঙ্কার মালিকদের বিক্ষোভে ব্যাহত হলো হাওড়া মৌরিগ্রামের আই.ও.সি কেন্দ্রের পরিষেবা।
হাওড়াঃ- এবার অয়েল ট্যাঙ্কার মালিকদের বিক্ষোভের জেরে ব্যাহত হলো হাওড়া মৌরিগ্রামের আই.ও.সি কেন্দ্রের পরিষেবা। হাওড়ার মৌরিগ্রাম আই.ও.সি কেন্দ্র থেকে মূলত দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, মেদনীপুর ও নদীয়ার জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হয়। আর এই তেল সরবরাহের দায়িত্বে রয়েছে বিভিন্ন সংস্থার ১৮০টি অয়েল ট্যাঙ্কার। যারা প্রতিদিন মৌরিগ্রাম থেকে তেল নিয়ে পরিষেবা দেন। একই সঙ্গে বেশ কিছু পেট্রোল পাম্পের মালিকের নিজস্ব অয়েল ট্যাঙ্কার রয়েছে যারা এতদিন শুধুমাত্র নিজেদের পাম্পের তেল নিয়ে যেতেন।
তবে ইদানিং সময় তারা তাদের নিজেদের তেল ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য পেট্রোল পাম্পেরও তেল পৌঁছে দিচ্ছেন। আর সেই কারণেই মার খাচ্ছে এখানে থাকা অন্যান্য অয়েল ট্যাঙ্কারগুলো। তাই মৌরিগ্রাম আই.ও.সি কেন্দ্রের অয়েল ট্যাঙ্কার মালিকরা এবার বিক্ষোভ শুরু করেছেন। যার ফলেই ব্যাহত হচ্ছে পরিষেবা। তাদের দাবি, পেট্রোল পাম্প মালিকদের নিজস্ব গাড়িতে শুধুমাত্র তারা যেন নিজেদের পাম্পের তেলই নিয়ে যান। পার্শ্ববর্তী অন্যান্য পাম্পে তারা যেন পরিষেবা প্রদান না করেন।