অর্জুন পদকপ্রাপ্ত প্রাক্তন জাতীয় ফুটবলার শান্তি মল্লিকের ক্রীড়া জীবনী প্রকাশ কলকাতার ভবানীপুর ক্লাব টেন্টে।
হাওড়াঃ- অর্জুন পদকপ্রাপ্ত প্রাক্তন জাতীয় ফুটবলার শান্তি মল্লিকের ক্রীড়া জীবনী প্রকাশ হয়ে গেলো কলকাতার ভবানীপুর ক্লাব টেন্টে। মঙ্গলবার কলকাতার ভবানীপুর ক্লাব টেন্টে অর্জুন পদকপ্রাপ্ত প্রাক্তন জাতীয় ফুটবলার শান্তি মল্লিকের ওই ক্রীড়া জীবনী প্রকাশিত হয়। এই বইটির প্রকাশ করেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার উলগানাথন, জামশেদ নাসিরি, রহিম নবী এবং বইটির লেখক প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়। প্রাক্তন প্রথম মহিলা অর্জুন ফুটবলার শান্তি মল্লিকের ক্রীড়া জীবনী ‘বীরাঙ্গনা’ প্রকাশ হয়। প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়ের লেখনীতে এই ‘বীরাঙ্গনা’ প্রকাশিত হয়েছে। এই বইটি প্রকাশ উপলক্ষে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন উপস্থিত ছিলেন।