বড়সড় সাফল্য পুলিশের। অবৈধ কয়লা কারবারে রাশ টানতে অভিযান।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- চৌরাঙ্গিফাঁড়ির বড়োসড়ো সাফল্য। জাল সিমেন্টের চালানের আড়ালে ঝাড়খন্ড থেকে অবৈধকয়লা বোঝাই করে পাচারের আগেই পুলিশের জালে আটক অবৈধ কয়লাবোঝাই ১২চাকার ট্রাক ও গ্রেফতার খালাসি। কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির  ভারপ্রাপ্ত আধিকারিক শীতল নাগ দায়িত্ব নেয়ার পর থেকেই অবৈধকয়লা পাচারের বিরুদ্ধে রাশ টানতে সক্রিয় ভাবে অভিযান চালায়। গত সোমবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুনম্বর জাতীয়সড়ক দামাগড়িয়া রেল ব্রিজ সংলগ্ন  একটি লাইন হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে অবৈধ কয়লাবোঝাই ১২চাকার ট্রাকটী আটক করে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটির খালাসি কে আটক করে নিয়ে আসে চৌরাঙ্গি ফাঁড়িতে। খবর সূত্রে জানা যায় যে, পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবডিহি চেক পোস্টে নাকা তল্লাশির সময় সিমেন্টের জাল চালান দেখিয়ে ত্রিপল ঢাকা অবস্থায় ট্রাকটি সহজেই পার হয়ে যায়। এরপর চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করে। দামাগড়িয়া রেল ব্রিজ সংলগ্ন দুনম্বর জাতীয় সড়কের উপর একটি লাইন হোটেলের সামনে ট্রাকটী দাঁড়িয়ে থাকতে দেখে।  যদিও পুলিশ দেখে চালক পালিয়ে যায় বলে জানা যায়। তবে খালাসীকে আটক করে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এবং সেখানেই পুলিশ দেখে যে জাল সিমেন্টের চালান ব্যবহার করে ঝাড়খন্ড থেকে অবৈধ কয়লা বোঝাই করে ত্রিপল ঢাকা দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কয়লা।

এই পাচারের ছক বানচাল করলো চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার হওয়া ট্রাকের খালাসিকে আসানসোল আদালতে তোলা হয় মঙ্গলবার। বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তের নাম শেখ ইমরান পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা থানার শুকনাতল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। খবর চৌরাঙ্গি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক শীতলনাগ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিগত দিনও দুইটি অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করেন। তবে  এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা সঠিক সময়ে তদন্তে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *