পঞ্চায়েতের বোর্ড গঠনও হলো না শান্তিতে, ফাইল লুট, জয়ী সদস্যকে জোর করে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলো হাওড়ায়।
হাওড়াঃ- পঞ্চায়েত বোর্ড গঠনেও ফাইল লুট করা ও এক জয়ী সদস্যকে তুলে নেওয়ার ঘটনা ঘটলো হাওড়ার সাঁকরাইল ব্লকের পাঁচপাড়া পঞ্চায়েতের সামনে। সাঁকরাইল ব্লকের পাঁচপাড়া পঞ্চায়েতে আজ বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন ধার্য্য করা হয়েছিল। সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল পঞ্চায়েত অফিস চত্বরে। সেখানে শাসক দলের জেতা সদস্যদেরই একাংশকে বাধা দিয়ে আটকানোর পরিকল্পনা নেওয়া হয় বলে অভিযোগ। পাঁচপাড়া পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২১। সেখানে তৃণমূলের ১৫ জন জয়ী প্রার্থী। বিজেপির ২, সিপিআইএম ২, কংগ্রেসের ও নির্দলের ১ জন করে। গতবারের পঞ্চায়েত প্রধানকে এবার দলের পক্ষ থেকে প্রধান না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়েই তৈরি হয় গোষ্ঠীদ্বন্দ্ব।
তৃণমূলের দুটি পক্ষ তৈরি হয়। প্রাক্তন প্রধানের দিকে তৃণমূলের ১০ জন সদস্য এবং কংগ্রেস ও নির্দলের ১ জন করে যুক্ত হন। দলের বিরুদ্ধে যাওয়ায় এদের পঞ্চায়েতে আটকাবার জন্য প্রয়াস চালায় অন্য গোষ্ঠী। সেইজন্য পুলিশের সামনেই এক সদস্যের ফাইল কেড়ে নিয়ে পালাবার চেষ্টা করে এক দুষ্কৃতী। এবং একজন জয়ী সদস্যকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সব মিলিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।