ঈদ উপলক্ষে শান্তিরক্ষা কমিটি বৈঠক।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- রমজান মাসে পবিত্র ঈদ – উল- ফিতর উপলক্ষে বারাবনি থানার উদ্যোগে শান্তিরক্ষা কমিটি বৈঠক করা হলো সোমবার। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সি আই শিবনাথ পাল, বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, বিডিও সৌমিত্র প্রতিম প্রধান, জেলা পরিষদ সদস্য অসিত সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি সহ আরো অনেকে।