যোগাযোগের নড়বড়ে সেতু, সেতু থেকে পড়ে আহত বহু; জনতা সেতুর নাম দিলো “ডিয়ার লটারি সেতু।

পশ্চিম মেদিনীপুরঃ- পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বান্দিপুর ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েত ও মনোহরপুর গ্ৰাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় শীলাবতী নদীর ওপর দীর্ঘ দিন যাবৎ রয়েছে কাঠের সেতু। সেই সেতু দিয়েই আশপাশের প্রায় ৩০ টি গ্ৰামের মানুষজন নিত্যদিন যাতায়াত করে, যাতায়াতের এক মাত্র ভরসা নড়বড়ে এই কাঠের সেতু। সেতুটি চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের সঙ্গে সংযোগ রয়েছেঃ চন্দ্রকোনা ১ নং ব্লকের। এই সেতুটি বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। সেতুর মধ্যে তৈরী হয়েছে মরণ ফাঁদ। বহু মানুষ এই সেতু পারাপারের সময় সেতু থেকে পড়ে গিয়ে জখম হয়েছেন। এলাকার মানুষের দাবী একাধিক বার প্রশাসনের দারস্থ হলেও মেলেনি কোন সুরাহা। গ্ৰামবসীরা বলেন কয়েক দিন আগেও এলাকার এক যুবক সেতু থেকে পড়ে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন; বর্তমানে সেই যুবক ওড়িশার কটকে চিকিৎসাধীন।

ঘটনায় এলাকার কিছু মানুষ হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। ঐ সেতুটি কে রাজ্য ডিয়ার লটারির সাথে তুলনা করে সেতুটির নামকরণ করেন রাজ্য ডিয়ার লটারি সেতু।  পোস্টারের মাধ্যমে ডিয়ার লটারির সাথে ব্রীজ টি কে তুলনা করতে গিয়ে প্রথম পুরস্কারটি মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, দ্বিতীয় পুরস্কার আজীবন শয্যাশায়ী, তৃতীয় পুরস্কার বহু অর্থ ব্যয়ে কোন রকমে বেঁচে থাকা। অভিনব পদ্ধতি তে কংক্রিটের ব্রীজের দাবী সহ বিক্ষোভ দেখলো পথ চলতি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *