সবজি বাজারে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে সবজি বিক্রেতা কে মারধরের অভিযোগ!
জামুড়িয়া, পশ্চিমবর্ধমানঃ- সবজি বাজারে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে সবজি বিক্রেতা কে মারধরের অভিযোগ! এর প্রতিবাদে ৬০নম্বর যাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো জামুড়িয়া ২নম্বর ব্লকের খাসকেন্দা সবজি মার্কেটের বেশ কিছু সবজি ব্যাবসায়ী ও অন্য সব দোকানদারেরা! বিক্ষোভকারীদের দাবি জামুড়িয়া ব্লক ২ এর তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা অন্যায় ভাবে এলাকার হাটে বাজারে থাকা সবজি বিক্রেতাদের হুমকি দিয়ে ভয় দেখায়। তার কথার একটু নড়চড় হলেই তাঁদের উপর চড়াও হয়! ঘটনাস্থলে পুলিশ উপস্থিত!
যদিও যার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সিদ্ধার্থ রানা বলেন এলাকায় যানজট হচ্ছে তাই তাঁদের রাস্তা ছেড়ে বিক্রি করাতে বলা হয়েছে! মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন ঐ তৃণমূল নেতা!