বিদ্যুৎ থেকে বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- বর্ধিত বিদ্যুতের মূল্য ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে বৃহস্পতিবার “বরাকর বিদ্যুৎ দফতর চলো” ডাক দেওয়া হয় পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ণ সমিতির পক্ষ থেকে। এদিন বস্তি উন্নয়ণ সমিতির পক্ষ থেকে সুজিত মুখার্জি জানিয়েছেন – মূলত দুটি দাবি তাদের। কেন্দ্রীয় সরকারের সার্কুলেশন অনুসারে ২০২৪ এর জুন মাসের মধ্যে স্মার্ট মিটার চালু হবে। যার ফলে গরীব বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হবে।
একই সাথে সরকারি জমিতে যারা বসবাস করছে, তারা বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা যাতে বিদ্যুৎ পরিষেবা পায় তার জন্যে নিয়মের সরলিকরণ করতে হবে। একই সাথে ২০০ ইউনিট পর্যন্ত সাধারণ গরীব মানুষকে বিদ্যুৎ মাশুলে ছাড় দিতে হবে। এই বিষয়ে বরাকর বিদ্যুৎ দফতরে বিক্ষোভ শেষে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।