“বন্ধন” এর উদ্যোগে বিশ্ব শৌচাগার দিবস উদযাপন।

সারেঙ্গা, বাঁকুড়াঃ- স্বাস্থ্যই সম্পদ। সেই স্বাস্থ্য রক্ষায় শৌচাগারের গুরুত্ব অপরিহার্য। শৌচাগার ব্যবহার নিয়ে মানুষকে সচেতন কর‍তে উদ্যোগী হল “বন্ধন, নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।ওই  স্বেচ্ছাসেবী সংস্থা  “বন্ধন” এর কোন্নগর শাখার উদ্যোগে সারেঙ্গায় পালিত হল বিশ্ব শৌচাগার দিবস বা ওয়ার্ল্ড টয়লেট ডে।

এই উপলক্ষে প্রথমে  সারেঙ্গা বাজারে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। বিডিও অফিস থেকে শুরু হয় সেই র‍্যালি, সারেঙ্গা বাজার প্রদক্ষিণ করে র‍্যালি শেষ সারেঙ্গা বিডিও অফিসে। র‍্যালিতে অংশ নেন স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের কর্মীরা এবং সারেঙ্গা ব্লকের স্বাস্থ্য কর্মীরা। এরপর সারেঙ্গা বিডিও অফিসের সোনারতরী মিটিং হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

যেখানে উপস্থিত ছিলেন সারেঙ্গার বিডিও তমাল কান্তি সরকার, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমি সিংহ মহাপাত্র, সহ সভাপতি অভিজিৎ বিশ্বাস, স্বাস্থ্য কর্মাধক্ষ্য আকাশ দূলে সহ অনান্য সদস্যরা এবং বাঁকুড়া জেলা পরিষদের সদস্য সুব্রত মিশ্র, সারেঙ্গা ব্লক স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণেন্দু মাহাত সহ অনান্যরা এবং সারেঙ্গা ব্লকের স্বাস্থ্য কর্মীরা ও বন্ধন নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী এবং ব্লক কো অর্ডিনেটর মনিকা দাস। উল্লেখ্য,প্রতি বছর ১৯ শে নভেম্বর জাতি সংঘের উদ্যোগে বিশ্ব শৌচাগার দিবস পালিত হয়, এটি জাতি সংঘের একটি অনুষ্ঠানিক দিবস।

সেই দিনকে সামনে রেখেই আজ সারেঙ্গায় পালিত হল বিশ্ব শৌচাগার দিবস।  মূলত মানুষকে শৌচাগার ব্যবহারের সুফল বা প্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *