নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সোমবার সারেঙ্গা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো শাসক দল তৃণমূল।
সঞ্জয় ঘটক, বাঁকুড়াঃ- নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সোমবার সারেঙ্গা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো শাসক দল তৃণমূল। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে সবুজ ঝড়ে উড়ে গেছে বিরোধীরা। সারেঙ্গা তেও হয়নি ব্যতিক্রম। সারেঙ্গা ব্লকের ছটি পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে শাসক তৃণমূল। অন্যদিকে সদ্য সমাপ্ত নির্বাচনে সারেঙ্গা পঞ্চায়েত সমিতির ১৮ টি আসনের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ১৭টি আসনে এবং রাজ্যের বিরোধী দল বিজেপি পেয়েছে একটি পঞ্চায়েত সমিতির আসন। সোমবার সারেঙ্গা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
সারেঙ্গা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি হলেন তৃণমূল কংগ্রেস থেকে জয়ী প্রার্থী মৌসুমী সিংহ মহাপাত্র এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হলেন অভিজিৎ বিশ্বাস। বোর্ড গঠন কে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে নেতৃত্ব এবং প্রার্থীরা। সারেঙ্গা ব্লকের বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারা একে অপরকে মাখিয়ে দেন সবুজ আবির। জয়ী প্রার্থী এবং নেতৃত্বদের মালা পরিয়ে জানানো হয় সম্মান। এরপর সারেঙ্গার বিডিও ফাহিম আলমের চেম্বারে নব নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ গ্রহণ করান সারেঙ্গার বিডিও ফাহিম আলম।