বাঁকুড়ায় শেষ হাসি হাসলেন অনুসূয়া।

বাঁকুড়াঃ- বাঁকুড়ায় শেষ হাসি হাসলেন অনুসূয়া। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দলের তরফে অনসূয়া রায়ের নাম ঘোষণা করা হয় সোমবার। এরপরেই  বাঁকুড়া শহরের সতীঘাট সংলগ্ন হনুমান মন্দির ও তারা মায়ের মন্দিরে পূজা  তিনি এবং অনান্য জন প্রতিনিধিরা। একই সঙ্গে বাঁকুড়া জেলা পরিষদের সহ সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ছাতনার পরিতোষ কিস্কু। কিন্তু কে এই অনুসূয়া রায়?

জানা গেছে, তিনি ইতিপূর্বে তালডাংরার ফুলমতি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলেছেন। এরপর  ২০১৮ সালে তিনি তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পান। সদ্য পঞ্চায়েত নির্বাচনে ২৮ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দিতা করে তার নিকটতম প্রার্থীকে ১৩ হাজার ৬৭৯ ভোটে হারিয়ে জয়ী হন। তাঁর অন্যতম পরিচয় হল তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারা শংকর রায়ের স্ত্রী। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে শপথ গ্রহণ করে জেলা পরিষদের সভাধিপতি হিসাবে তিনি এবং অনান্য নির্বাচিত জন প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করেন ও মানুষের জন্য কাজ করার অঙ্গীকার বদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *