বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন মৈপিঠ এর বাসিন্দার সুকদেব সাফুই।

কুলতলী, দক্ষিণ ২৪ পরগনাঃ- আবারো সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদের বাসিন্দার শুকদেব সাফুই। গত ২৯ শে নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোঁড়া বিট থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে যান সুকদেব সাপুই, মনোরঞ্জন সাঁপুই, বিশ্বজিত মন্ডল, গনেশ মিদ্ধে। বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর গতকাল সকালে কলোস দ্বীপের কাছে তারা কাঁকড়া ধরার বেড়ি ফেলছিল।  হঠাৎ সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সুকদেব এর উপর ঝাঁপিয়ে পড়ে।

নৌকায় থাকা সহকর্মীরা তাদের কাছে থাকা লাঠি বাড়ি নিয়ে বাঘকে তাড়া করে, আর এতেই বাঘ সুকদেবকে ছেড়ে জঙ্গলে চলে যায়। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে নিয়ে আসে  স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। সেখান থেকে কলকাতার মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে ওখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এই মুহূর্তে তার অবস্থা অবনতি হওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র রোজগেরে এই ব্যক্তির এই অবস্থা হওয়ায় কিভাবে চলবে তাদের সংসার, চিন্তায় পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *