দোকানের শো-কেস থেকে গহনা হাতিয়ে নিয়ে সেই দোকানেই বিক্রির চেষ্টা। পাকড়াও চোর।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- একি কাণ্ড ঘটে গেল রানীগঞ্জের রক্ষা কালী মন্দির গলিতে। এক নেশার ঘোরে থাকা যুবক, সোনা-রুপোর গহনার দোকানে দিনের বেলায় দোকান মালিকের অনুপস্থিতির সুযোগে গহনার দোকানের শোকেসে থাকা বেশ কিছু গহনা হাতিয়ে নিয়ে সেই দোকানের দোকানদারকে তা বিক্রি করতে যায়; এবং দোকানে বিক্রি করতে গিয়ে ঝিমুতে থাকে দোকানে।
দোকানদার বিষয়টি লক্ষ্য করে দেখে যে, তার দোকানের শো-কেশে থাকা গহনাগুলি ঐ মদ্যপ ব্যক্তির হাতের মুঠোয়। একথা ঐ মদ্যপ ব্যক্তিকে জানালে, মদ্যপ ব্যক্তি দোকান থেকে পালানোর চেষ্টা করে। দোকান মালিকের চিৎকারে স্থানীয় এলাকার বাসিন্দারা এসে ঘিরে ধরে ব্যাপক গণপ্রহার দেয় ঐ ব্যক্তিকে। পরে এই ঘটনার খবর রানীগঞ্জ থানার পুলিশকে দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করে ওই যুবককে।
রানীগঞ্জের এই ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার ব্যবসায়ীরা দাবি করেছেন তারা একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকায় বেশ কিছু সোনার গহনার ব্যবসায়ী রয়েছেন। সেখানে বেশ কয়েক দফায় চোরেদের উপদ্রব লক্ষ্য করা গেছে; পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করেছেন তারা ব্যবসায়ীরা।