জেলার দায়িত্ব মলয় ঘটক পাওয়ায় উচ্ছাস তৃনমূল কর্মীদের।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটককে তিনটি জেলার দায়িত্বভার দিয়েছেন। জেলা তিনটি হল পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। আর ঘোষণার পর শনিবার সকালে আসানসোলের হটন রোড মোড় সংলগ্ন সিটি বাসস্ট্যান্ডে আই. এন. টি. টি. ইউ. সি. এর শ্রমিক নেতা রাজু আলুয়ালিয়ার নেতৃত্বে উল্লাসে মেতে ওঠেন। শ্রমিক নেতা রাজু আলুয়ালিয়ার দাবি পশ্চিম বর্ধমানে যেমন উন্নয়ন করেছেন তেমন অন্যান্য জেলাতেও উন্নয়ন করবেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোলে যেমন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তেমন পঞ্চায়েত জয়ী হবেন তৃণমূল। আবার ম্যাজিক হবে মলয় ঘটকের নেতৃত্বে।