পুজো কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখলেন নগরপাল।
হাওড়াঃ- আজ বুধবার কার্নিভালের আগের দিন হাওড়ার ফোরশোর রোডের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী, জেলাশাসক পী. দীপাপ্রিয়া, ডিসি সদর অলকানন্দা ভাওয়াল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।