দুঃসাহসিক চুরির কিনারা করলো পুলিশ।
নিউজ ডেস্কঃ- হাওড়ার চামরাইল একসরা এলাকায় দুঃসাহসিক চুরির কিনারা করলো লিলুয়া থানার পুলিশ। মহামায়া ট্রেডার্সের গোডাউন থেকে শুক্রবার রাতে দুষ্কৃতিরা ১৭টি বড় ব্যাটারি ও তিনটি অ্যালুমিনিয়ামের কেবল তার সহ আনুষাঙ্গিক জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। লিলুয়া থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ওই গাড়ি সমেত অপরাধীদের চিহ্নিত করে আটক করে নিয়ে আসে লিলুয়া থানায়।
শনিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে পুলিশ ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে আদালতের কাছে। চুরি যাওয়া ১০টি ব্যাটারি পুলিশ উদ্ধার করেছে।