অত্যাচারিত হয়েছেন বন্দী মৎস্যজীবীরা; অভিযোগ মারাত্মক।
নিউজ ডেস্কঃ- বাংলাদেশে বন্দী ভারতীয় মৎস্যজীবীরা ফিরে এসেছেন। কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসছে এই বাঙ্গালী মৎস্যজীবীদের উপর বাংলাদেশ সরকারের নির্মম অত্যাচারের কাহিনী। এবার আরও বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশ ফেরত ঝড়- 3 ট্রলারের মৎস্যজীবীরা।
এই ট্রলারের দুই মৎস্যজীবীর অভিযোগ, ১৬ জনকে পিচমোড়া করে বেঁধে মারধরের পাশাপাশি তাঁদেরকে নগ্ন করে মারা হয়েছে। নগ্ন অবস্থায় ছবি তোলা হয়েছে। বাংলাদেশের নৌ সেনাদের অত্যাচারের স্মৃতি তারা কেউ ভুলতে পারছে না।