কলকাতা পুলিশের রাতভর ডি জে পার্টিতে ফ্রি এন্ট্রি? কারা পাবেন! দেখে নিন।
ডিজিট্যাল ডেস্কঃ- আর মাত্র কয়েক ঘন্টা; তার পরই সারা বিশ্ব মেতে উঠবে পুরনো বছর কে ফেলে নুতন বছরকে বরণ করার আনন্দ উৎসবে। চলবে নাচ, গান সহ উল্লাসের সব রকম আয়োজন। আর এরকম আবহে কলকাতা পুলিশ নিয়ে এসেছে বিশেষ ডিজে পারফম্যান্স। সেই ডিজে পারফম্যান্সে অনেকেরই ফ্রি এন্ট্রি থাকছে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। সারা রাত ব্যাপী এই ডিজে পারফম্যন্সে কারা পাবেন ফ্রি এন্ট্রি?
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, র্যাশ ড্রাইভার, ড্রাঙ্ক ড্রাইভার, ট্রাফিক সিগন্যাল ভায়োলেটর, হেলমেট ছাড়া চালক এবং অন্যান্য আইন অমান্যকারীদের জন্য ফ্রি এন্ট্রি রয়েছে কলকাতা পুলিশের ডিজে পার্টিতে।
কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এরকমই এক ব্যাতিক্রমী পোষ্ট করে সচেতন করার চেষ্টা করা হয়েছে নাগরিকদের জন্য।