কোল্ড স্টোরের কর্মীদের হাত-পা বেঁধে চুরি।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুরঃ- কোল্ড স্টোরে কর্তব্য থাকা দুই কর্মীকে প্রাণ নাসের ভয় দেখিয়ে হাতে পায়ে বেঁধে বৈদ্যুতিক-ট্রান্সফরমা থেকে শুরু করে বহুমূল্যের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা কোঅপারেটিভ কোল্ড স্টোরেজ সোসাইটি লিমিটেডে। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যে কোল্ড স্টোরেজে থাকা কর্মীরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগ শুক্রবার রাতে কোল্ড স্টোরের মেশিন ঘরে ঘুমিয়ে ছিলেন দুই কর্মী। গভীর রাতে দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বেশ কয়েকজন। তাদের হাতে লোহার রোড সহ বেশ কিছু অস্ত্র ছিল বলে অনুমান করছেন কর্মীরা। প্রথমে ওই দুই কর্মীকে প্রাণ নাসের ভয় দেখানো হয়, তারপরে তাদের হাতে পায়ে বেঁধে বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে শুরু করে বহুমূল্যের কোল্ড স্টোরে থাকা যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।