অপরাজিত বিল আইন প্রণয়নের দাবীতে তৃণমূলের পদযাত্রা।
ডেবরা, পশ্চিম মেদিনীপুরঃ- মহিলাদের সুরক্ষার্থে, অপরাজিত বিল আইন প্রণয়নের দাবিতে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি প্রদীপ কর নেতৃত্বে, ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আষাড়ী বাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ সেলিমা খাতুন বিবি, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সম্পাদক সেক আলতাব আলি, রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সম্পাদিকা দিপালী সিং, অনুপম দাস, সহ সভাপতি, ডেবরা ব্লক মহিলা নেত্রী আসমিনা বিবি, মুনমুন সেন মন্ডল, সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস এসসি / ওবিসি সেল , অঞ্চল সভাপতিগন, পঞ্চায়েত সমিতির সদস্যা গন, প্রধান ও উপপ্রধান গন সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।