মনোনয়ন ঘিরে উত্তেজনা জামুড়িয়ায়।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- জামুড়িয়ায় বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জিকে বিডিও অফিস থেকে সরিয়ে দিল পুলিশ। সোমবার জামুড়িয়ার বিডিও অফিসে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। এদিন জামুড়িয়ার বিডিও অফিসে তৃণমৃল ও বিজেপির মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে খবর। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের সময় তৃণমূল-সিপিএম এর মধ্যে প্রাথমিক পর্যায়ে একটি অশান্তির পরিবেশ তৈরি হয়। এরপর তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে বিজেপি প্রার্থী প্রশান্ত বাউরি অভিযোগ করেছেন যে তিনি তার মনোনয়নের সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে অফিসে যাচ্ছিলেন। সেখানে তৃণমূলের কিছু লোক তার উপর হামলা চালায়। তারা কোনরকমে বিডিও অফিসে পৌঁছালেও তার স্ত্রী এখনও নিখোঁজ রয়েছে। তাই তারা যে কোনও সময় আবারো হামলার আশঙ্কা করছে।
এর পরেই বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে বিডিও অফিসে আসেন। তখন জামুড়িয়া থানার আধিকারিক রাহুল দেব মণ্ডল ও অন্যান্য পুলিশ তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এই বিষয়ে জামুড়িয়ার ব্লকের তৃণমূল নেতা সুব্রত অধিকারী বলেন যে, তৃণমূলের দ্বারা কাউকে হয়রানি বা মারধর করা হয়নি। বাইরের লোকেরা এখানে এসে সমস্যা তৈরি করলে পুলিশ তার কাজ করছে।