মিনাক্ষী মুখার্জীর নেতৃত্বে মহা মিছিল।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোলের চেলিডাঙ্গা থেকে DYFI এর রাজ্যসম্পাদক মিনাক্ষী মুখার্জীর নেতৃত্বে এক মহা মিছিলের আয়োজন করা হয়। রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট ঘোষনার পরেই মনোনয়নপত্র জমা দেওয়া কেন্দ্র করে তৃণমূল বাহিনীর যে সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে তাদের এই মহামিছিল।
তবে তাদের এই মিছিল রবীন্দ্র ভবনের সামনে আটকে দেয় পুলিশ। সেখানে মীনাক্ষী মুখার্জি সহ DYFI ও SFI ছাত্র যুবরা রাস্তায় বসে পথ অবরোধ করে। সেখানেই বক্তব্য রাখেন মিনাক্ষী মুখার্জী।