রমরমিয়ে চলছে কাঠের চোরাচালান; নাকা তল্লাশীতে আটক দুটি গাড়ি।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- রমরমিয়ে চলছে চোরাই কাঠ পাচারের ব্যবসা! আর পাচারকারীদের ছক ভেস্তে দিলো বনদপ্তর। নাকা তল্লাসির সময় শুক্রবার চোরাই কাঠ সহ ধরাপড়ে পাচারকারীদের গাড়ী। বারাবনি ব্লকের লালগঞ্জ মোড়ের কাছে একটি গাড়ী অপরটি পানিফোলা এলাকায়। বনদপ্তরের রেঞ্জ অফিসার সঞ্জয় পতি বলেন, তারা প্রায় সময় অবৈধ কাঠ চোরাচালান রুখতে নাকাতল্লাশী চালাচ্ছেন।
সেই মতো অভিযানে আটক করা হয়েছে দুইটি গাড়ি। তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। গাড়িগুলো আটক করে নিয়ে আসা হয় রূপনারায়ণপুর বনদপ্তরের অফিসে।