বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ? ফের কবে বিয়ে করছেন অনুশ্রী?
ডিজিট্যাল ডেস্কঃ- কাঁধে মাথা রাখলেই কি সে প্রেমিক হয়ে যায়?… অনুশ্রী দাসের এই মন্তব্যে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হলেও টলিপাড়ার কানাঘুষো খবর, সামনেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী অনুশ্রী দাস। এটা শুধুই গুঞ্জন না কি সত্যি? কি বলছেন অভিনেত্রী অনুশ্রী দাস? এ ব্যাপারে কি বলছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী?
অনুশ্রী দাস বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের অন্যতম একজন বিখ্যাত অভিনেত্রী। বাংলা চলচ্চিত্র ‘বউরানী ‘র মাধ্যমে প্রথম রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। দীর্ঘদিন একা থাকার পর সত্যি যদি বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী অনুশ্রী দাস তবে এটি তাঁর দ্বিতীয় বিয়ে হবে। অভিনেত্রীর প্রথম বিয়ে অভিনেতা ভরত কলের সঙ্গে। যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০৩ সালে বিবাহ বিচ্ছেদ হয় অভিনেত্রী অনুশ্রী দাসের। বিচ্ছেদ হলেও দুজনের মধ্যে কথা বন্ধ হয়নি । বেশ কিছু ধারাবাহিকে দুজনে একসঙ্গে কাজ ও করেছেন। পরে ভরত কল দ্বিতীয় বিয়ে করলেও অনুশ্রী দাস এতদিন একাই ছিলেন। থাকেন মায়ের সঙ্গে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পোস্টকে ঘিরে একেবারে হইচই পড়ে গেছে। এবার নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। বিখ্যাত এক রেস্তোঁরার মালিক ও গ্রাফিক ডিজাইনার প্রবীর রায় নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরে প্রেম করছেন অভিনেত্রী.. এমনই গুঞ্জন টলিপাড়ার আকাশে বাতাসে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী প্রবীর রায়ের সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাগ করে নেওয়াটা এই গুঞ্জন ছড়ানোর অন্যতম কারণ। যদিও এ ব্যাপারে এখনও তেমনভাবে মুখ খোলেননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, কাঁধে মাথা রাখলেই কি সে প্রেমিক হয়ে যায়? তাঁকে বিয়ে করতে হয়?পরে এটাও বলেছেন.. বিয়ে করলে সবাই জানতে পারবে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের কাজ নিয়েই বর্তমানে ব্যস্ত অভিনেত্রী। শুধু তাই নয়, প্রদীপ্তকে শুধুই বন্ধু বলে আখ্যা দিয়েছেন। আবার অন্যদিকে অভিনেত্রীর প্রাক্তন স্বামী ভরত কল জানিয়েছেন, “প্রদীপ্তকে আমি চিনি। ও অনুশ্রীর ভালো বন্ধু । তবে বর্তমানে সম্পর্ক অন্য কোন মোড় নিয়েছে কি না তা আমার জানা নেই “।