ব্যাঙ্ক সম্পর্ক দিবসে ৫৩৫.৩১ লক্ষ টাকা বরাদ্দ হলো আর্থ সামাজিক সহায়তা প্রকল্পে।

হাওড়াঃ- ব্যাঙ্ক সম্পর্ক দিবসে হাওড়ায় ৫৩৫.৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হলো আর্থ সামাজিক সহায়তা প্রকল্পে। ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং হাওড়া জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার ৮ই সেপ্টেম্বর, ২০২৩ হাওড়ার শরৎ সদনে আয়োজিত হয় ‘ব্যাঙ্ক সম্পর্ক দিবস ২০২৩’। জনকল্যাণমূলক বিভিন্ন সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা নির্দিষ্ট ভোক্তার কাছে সরাসরি পৌঁছে দিতে এটা এক মহতী প্রয়াস বলে উদ্যোক্তাদের দাবি। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য, ২০২৩-২৪ অর্থবর্ষে এপ্রিল মাস থেকে গত অগাস্ট মাস পর্যন্ত হাওড়া জেলাস্থিত স্টেট ব্যাঙ্কের মোট ৬৩টি শাখা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক আর্থ সামাজিক প্রকল্প বাবদ সর্বসাকুল্যে ১৯ কোটি ৬৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। আজ ব্যাঙ্ক সম্পর্ক দিবসে এই প্রয়াসের মাধ্যমে স্টুডেন্টস ক্রেডিট কার্ড বিতরণ, স্বনির্ভর গোষ্ঠীকে সহজ শর্তে ঋণ প্রদান, কৃষি পরিকাঠামো খাতে আর্থিক বরাদ্দ, পশ্চিমবঙ্গ সরকারের ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ এর মাধ্যমে ঋণ প্রদান, পিএমএমওয়াই ও পিএমইজিপি’তে অর্থ বরাদ্দ সহ একাধিক মহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার সামগ্রিক অর্থ বরাদ্দের পরিমাণ ৫ কোটি ৩৫ লক্ষ টাকা।এদিন কৃষি পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে আর্থিক ব্যয় বরাদ্দ করা হয়। পাশাপাশি, যুবক যুবতীদের আত্ননির্ভর করতে আর্থিক সহায়তা প্রদান, ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান, ক্ষুদ্র কুটীর ও মাঝারি শিল্পোদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *