দাসপুরের তুহিন, রাজ্যে নবম।
পশ্চিম মেদিনীপুরঃ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঘাটাল মহকুমার দাসপুর বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্র তুহিন রঞ্জন অধিকারী রাজ্যে নবম স্থান অধিকার করল। তার প্রাপ্ত নাম্বার ৫০০ এর মধ্যে ৪৮৮। তুহিন এর বাবা তুষার রঞ্জন অধিকারী ভেটেরেনারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী। মা মধুমিতা গৃহবধূ। তুহিন তাদের একমাত্র সন্তান। সে ৮ থেকে ৯ ঘন্টা পড়াশোনা করত। সে ভবিষ্যতে মহাকাশ বিদ্যা নিয়ে পড়তে চায়।
অবসর সময় বিভিন্ন বই পড়া এবং মোবাইল গেম খেলতো সে। মাধ্যমিকেও তুহিন অষ্টম স্থান অধিকার করেছিল। তার এই সাফল্যর জন্য বাবা-মা তো বটেই স্কুলের শিক্ষকরাও সহযোগিতা করেছেন বলে তুহিন জানায়। এদিকে তার এই সাফল্যে তার বাবা-মা এবং পরিবার অত্যন্ত খুশি। তার বাবা জানান, তুহিন বরাবর মন দিয়ে পড়াশোনা করত। তুহিন একমাত্র সন্তান।