BREAKING NEWS: গ্রেফতার ‘কালীঘাটের’ কাকু সুজয় কৃষ্ণ; ED’র বড় অ্যাকশন।
গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- ED’র বড় পদক্ষেপ। অবশেষে দীর্ঘ ১১ঘন্টার ও বেশী সময় জেরা করার পর “কালীঘাটের কাকু” সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করলো ED; সংবাদ সংস্থা মারফৎ প্রাপ্ত খবর সেরকমই। বর্তমান নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমশ এক রহস্যময় চরিত্র হয়ে উঠেছিলেন “কালীঘাটের কাকু” সুজয় কৃষ্ণ।
আজ মঙ্গলবার ED তাকে দীর্ঘ ১১ ঘন্টা জেরা করে। সুত্রের খবর কালীঘাটের কাকুর মাধ্যমে নিয়োগ দুর্নীতির খোলাসা হতে পারে। তবে জেরায় সুজয় কৃষ্ণের থেকে কি কি তথ্য পাওয়া গেছে তা এখনো জানা যায়নি।