আদিবাসী সংগঠনের ডাকে বাংলা বনধ; অচল পশ্চিম মেদিনীপুর।
মেদিনীপুর:- সি আর আই রিপোর্টের পরিবর্তন ঘটিয়ে অ-আদিবাসীদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছে আদিবাসীদের বিভিন্ন সংগঠন। ২৫ টি আদিবাসী সংগঠনের মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশান এর তরফ থেকে বৃহঃস্পতিবার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে ফোরামের তরফ থেকে বাংলা বনধের সমর্থনে রাস্তায় নামে আদিবাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই এ পথ অবরোধ শুরু করেন আদিবাসীরা।
এর জেরে সকাল ৬ টা থেকে ৬ নম্বর জাতীয় সড়ক, রাজ্য সড়ক এ জাতীয় সড়ক সহ জেলার প্রায় সমস্ত রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে গেছে। তবে পূর্ব ঘোষণা মতো এই বনধের আওতার বাইরে রাখা হয়েছে রেল পরিসেবাকে। ছাড় দেওয়া হয়েছে দুধের গাড়ি, এম্বুলেন্স সহ অন্যান্য জরুরী পরিসেবাকেও। আদিবাসীদের বিভিন্ন সংগঠনের মিলিত ফোরামের ডাকা বাংলা বনধে সকাল থেকে তার প্রভাব পড়ল পশ্চিম মেদিনীপুর জেলায়। এন এইচ রাজ্য সড়ক অবরোধ করলেও দোকান বাজার সব অন্য দিনের মতন স্বাভাবিক।