আদিবাসী সংগঠনের ডাকা বাংলা বন্ধে ভালো প্রভাব পড়লো আসানসোলের কুলটিতে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম মেদিনীপুরঃ- ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ এর ডাকে অ -আদিবাসী ক্ষত্রিয় কুড়মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এবং অনৈতিকভাবে সরকারি মদতে CRI রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে ST তালিকায় অন্তর্ভুক্তিকরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে বৃহস্পতিবার অর্থাৎ ৮ই জুন ১২ঘন্টার বাংলা বন্ধ।
আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুর নিউরোড মোড়ে বন্ধের প্রভাব দেখা যায়। এদিন ধামসামাদল বাজিয়ে টহরম থেকে নিউরোড পর্যন্ত মিছিল করে এসে নিয়ামতপুর নিউরোড মোড়ে বাংলা বন্ধে সামিল হয়।