খালে স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে চলছে তল্লাশি। উদ্ধার হয়নি দেহ।
হাওড়াঃ- খালে স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চলছে আজও। এখনো পর্যন্ত উদ্ধার হয়নি দেহ। উলুবেড়িয়ার ১৬ নম্বর জাতীয় সড়ক জেলেপাড়া ব্রিজের নিচে খালে ওই ঘটনা ঘটে। স্নান করতে নেমে রবিবার খালের জলে তলিয়ে যান এক যুবক। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। রবিবার ঘটনার পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এরপর আজ সোমবার সকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। জানা গেছে, যদুরবেড়িয়ার বাসিন্দা বাপন মন্ডল (৩৫), রবিবার দুপুরে জেলেপাড়া ব্রিজের তলায় খালে স্নান করতে নামেন। সেই সময় তিনি আচমকাই জলে তলিয়ে যান। খোঁজখবর করতে বাড়ির লোকেরা ছুটে আসেন। দীর্ঘক্ষণ খোঁজার পরেও বাপনকে খুঁজে পাওয়া যায়নি। এরপর উলুবেড়িয়া থানায় খবর দিলে রাত পর্যন্ত খোঁজাখুঁজি চলে। তাকে পাওয়া যায়নি। আজ সোমবার সকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরি নেমে তল্লাশি চালানো হচ্ছে ওই খালে। তবে এখনো পর্যন্ত দেহ উদ্ধার করা যায়নি।