সমগ্র ব্রডগেজ নেটওয়ার্কের ১০০% বিদ্যুতায়নের উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করলো খড়গপুর বিভাগ।
পশ্চিম মেদিনীপুরঃ ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম গ্রীন রেলওয়ে হয়ে ওঠার জন্য মিশন মোডে কাজ করছে এবং 2030 সালের আগে “নেট জিরো কার্বন নিঃসরণকারী” হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। খড়্গপুর বিভাগ সমস্ত ব্রডগেজ রুটে (774.4 রুট কিলোমিটার) 100% রেলওয়ে বিদ্যুতায়ন অর্জন করেছে। 09.02.2022 তারিখে খড়্গপুর ডিভিশনের সমগ্র রূপসা-বাংরিপোসি সেকশনের বিদ্যুতায়নের কাজ শেষ হওয়ার সাথে সাথে, বিভাগটি তার মোট রুট কিলোমিটারের 100% বিদ্যুতায়নের মাইলফলক অর্জন করেছে। পশ্চিম মধ্য রেলওয়ের পর দক্ষিণ পূর্ব রেলওয়ে হল দ্বিতীয় জোনাল রেলওয়ে যা 100% বিদ্যুতায়ন অর্জন করেছে।