অগ্নিমিত্র পাল এবং তনুজা চক্রবর্তীকে মারধরের অভিযোগে পথ অবরোধ বিজেপি মহিলা মোর্চার।

সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল, পশ্চিম বর্ধমানঃ-  10 মার্চ, কলকাতায় স্বাস্থ্য ভবন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছিল। সেই সমাবেশে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল এবং ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সভার নেত্রী তনুজা চক্রবর্তী এবং ভারতীয় জনতা পার্টির আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের পুরুষ পুলিশ কর্মীদের দ্বারা অগ্নিমিত্র পাল এবং তনুজা চক্রবর্তীকে মারধর ও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে আসানসোল জেলা বিজেপি মহিলা মোর্চা আজ আসানসোলের মহাবীর স্থান মন্দিরের কাছে জিটি রোডে রাস্তা অবরোধ করে।

এর ফলে জিটি রোডে যান চলাচল ব্যাহত হয়েছে। সাংবাদিকদের কাছে তথ্য দিতে গিয়ে বিজেপি নেত্রী ভারতী চ্যাটার্জি বলেন, বিজেপির এই প্রচারে রাজ্য সরকারের পুলিশকর্মীরা যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতা অগ্নিমিত্রা পাল ও তনুজা চক্রবর্তীকে আহত করেছে তা লজ্জাজনক।  তিনি বলেন, রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। এতদসত্ত্বেও তারা জানেন না নারীদের সাথে কেমন আচরণ করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *