হাওড়ার দাসনগরে মন্দিরে চুরি।
হাওড়াঃ- হাওড়ার দাসনগরে মন্দিরের তালা ভেঙে দু:সাহসিক চুরি। জানা গেছে, ওই মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকাপয়সা চুরি হয়। হাওড়ার দাশনগরের ছোট মাঠের পাশেই রয়েছে ওই মন্দির। শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা এই চুরি করেছে বলে অনুমান করা হচ্ছে। রবিবার সকালে ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মন্দির কমিটির এক সদস্য জানান, রবিবার সকালে বাচ্চারা মন্দিরের বাইরে বসে ছিল। আমরা পাম্প চালানোর জন্য মন্দিরের ভিতরে ঢুকতে গিয়ে দেখি মন্দিরের গেট বন্ধ আছে কিন্তু তালা খোলা। সন্দেহ হতে ভিতরে ঢুকে দেখি প্রণামী বাক্স নেই। তারপর প্রনামী বাক্স খুঁজতে শুরু করি। তারপর কিছুটা দূরে প্রণামী বাক্স খুঁজে পাই। দেখি সেখান থেকে সব টাকা পয়সা চুরি হয়ে গিয়েছে। তখন আমরা মন্দিরের সবাইকে পুরো বিষয়টি জানাই।