নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর খোঁজ মিলেছে। আপাতত পাঠানো হয়েছে লিলুয়া হোমে।
হাওড়াঃ- বুধবারেই খোঁজ পাওয়া গিয়েছিল হাওড়া জগৎবল্লভপুরের নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। হাওড়া স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করেছিল পুলিশ। তবে হাওড়া ষ্টেশন এলাকায় কিভাবে সে গেল বা ঘটনার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তাকে অপহরণ করা হয়েছিল কিনা তাও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বৃহস্পতিবার ছিল ইংরেজি পরীক্ষা। সে পরীক্ষা দেবে কিনা সেটা নিয়ে বুধবার পর্যন্ত ধোঁয়াশা ছিল। তবে এদিন আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে চাইল্ড হোমে পাঠানো হয়। ছাত্রের খুড়তুতো দাদা বলেন, ভাই এখন লিলুয়া হোমে রয়েছে। ওকে এবছরে আর পরীক্ষায় বসাব না। সামনের বছর ফের পরীক্ষায় বসাব। পুলিশ যেভাবে ভাইকে দ্রুত উদ্ধার করে এনেছে তারজন্য আমরা পরিবারের তরফ থেকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গত, মঙ্গলবার জগৎবল্লভপুরের গুমাডাঙির বাসিন্দা ওই ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বিকেলে বাড়ি না ফেরায় ছাত্রের পরিবারের লোকজন স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন ওইদিন সে বাংলা পরীক্ষাই দিতেই আসেনি। এরপর জগৎবল্লভপুর থানার নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার ওই পরীক্ষার্থীকে হাওড়া স্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়।