হাসপাতালে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন হাওড়ার ডোমজুড়ের অসুস্থ এক পরীক্ষার্থী।

হাওড়াঃ- হাসপাতালে বসেই বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন হাওড়ার ডোমজুড়ের অসুস্থ এক পরীক্ষার্থী।উচ্চমাধ‍্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা হাসপাতালে বসে দিতে হয় ওই অসুস্থ ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। ডোমজুড়ের কাটলিয়ার বাসিন্দা ওই ছাত্রী পড়েন মাকড়দহ গার্লস স্কুলে। তাঁর পরীক্ষার সিট পড়েছিল বামাসুন্দরী স্কুলে। অসুস্থ ছাত্রীর মা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ওই ছাত্রী হঠাৎ করেই অসুস্থ বোধ করেন। তাঁকে ডোমজুড় গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল মারফত খবর দেওয়া হয় উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদে। উচ্চমাধ‍্যমিক শিক্ষা সংসদের উদ‍্যোগে হাসপাতালে বসেই এদিন ইংরেজি বিষয়ে পরীক্ষা দেন ওই ছাত্রী। হাসপাতাল সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পরেই কিছুটা সুস্থ বোধ করেন ছাত্রী। তারপর হাসপাতালে বসেই পরীক্ষা দেবার সিদ্ধান্ত নেন তিনি। ছাত্রীটি যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন তার সব ব‍্যবস্থা করা হয়। ইংরেজী পরীক্ষা অসুস্থ শরীর নিয়েও দিতে পেরে খুশি ওই ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *