লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। হাওড়ায় দলের কর্মকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করে গেলেন স্মৃতি।
হাওড়াঃ- আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচন এবং তার আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানি এদিন হাওড়ায় এসে দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। যদিও বৈঠকের পর তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি। তবে তিনি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। দলের কর্মকর্তাদের নিয়ে এদিনের বৈঠকের বিষয়ে হাওড়া জেলা সদর বিজেপির সভাপতি মণিমোহন ভট্টাচার্য বলেন, স্মৃতি ইরানি উনি আমাদের দলের হাওড়া লোকসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। আগামী লোকসভা নির্বাচন এবং আমাদের সংগঠনের যে আভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে সবকিছু নিয়েই আজকে উনি আলোচনা করেছেন। পঞ্চায়েত নির্বাচন এসে গেছে। শুধু তাই নয় আমাদের লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। সব বিষয়কে সামনে রেখেই সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে।
আগামী ১৫ই এপ্রিল থেকে ১৫ই মে পর্যন্ত আমাদের দলের কার্যক্রম রয়েছে। এছাড়া ১৫ই মে থেকে ১৫ই জুন পর্যন্ত দলের বিশেষ কার্যক্রম রয়েছে। দলের তরফ থেকে ওই সময় প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করা হবে। আগামী দিনে আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে, নো ভোট টু মমতা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে একটিও ভোট নয়। এই তৃণমূল সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে পারে একমাত্র বিজেপি। তাই আগামী দিনে বাংলায় বিজেপিকেই প্রয়োজন। উল্লেখ্য, আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে সোমবার হাওড়ায় দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই উপলক্ষে তিনি বেলা ১১-১৫টা নাগাদ হাওড়ার পঞ্চাননতলা রোডে দলীয় কার্যালয়ে আসেন। প্রথমেই তিনি ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। সেখান থেকে তিনি দলীয় বৈঠক করতে দলের মুখ্য কার্যালয়ে যান। দলীয় সূত্রের খবর, লোকসভা ভোটের আগে এবং পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দলের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক হয়েছে। যেখানে তিনি দলকে বিভিন্ন নির্দেশ দেন আগামী নির্বাচনে কিভাবে দল কাজ করবে।