হাওড়া ময়দানের কাছে সন্ধ্যাবাজারে উল্টে গেল ১৬ চাকার ট্রাক। ব্যাপক যানজট।
হাওড়াঃ- হাওড়া ময়দানের কাছে সন্ধ্যাবাজার এলাকায় একটি ১৬ চাকার ট্রাক উল্টে বিপত্তি। বুধবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, এদিন হাওড়া ময়দান থেকে জি টি রোড ধরে ট্রাকটি যখন শিবপুরের দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়।
ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। ঘটনার জেরে জি টি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি সরাতে ক্রেন আনা হচ্ছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।