মুখ-বধির মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।
পশ্চিম মেদিনীপুরঃ- এক মুখ ও বধির মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার খুড়শি অঞ্চলে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম নেপাল পাত্র। অভিযুক্ত ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে খড়গপুর মহকুমা আদালতে তুললো আজ। ঘটনায় জানা যায় ওই গৃহবধুর পরিবারে একমাত্র রোজগেরে স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে চলে যাওয়ার সুযোগ নিয়ে প্রতিবেশী ওই ব্যক্তি মুখ ও বধির ওই মহিলার শ্লীলতাহানি করে।
পরে কাজ থেকে ফিরলে স্বামী সব ঘটনা জানার পর ওই ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং শনিবার খড়গপুর মহকুমা আদালতে তুলল তারা।