গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের; ব্যর্থ পুলিশের তৎপরতায়।
হাওড়াঃ- রবিবার সকালে হাওড়ার দ্বিতীয় হুগলি সেতু থেকে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেবার চেষ্টা করেন এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যাসাগর সেতু ট্রাফিক পুলিশ এবং হেস্টিংস থানার পুলিশ। ছুটে আসে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তারা ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন কিনা তা জানা যায়নি। কি কারনে এই ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, এই ঘটনার সময় সেখানে ভীড় জমান বহু মানুষ।