ক্ষুদিরামের জন্মভিটাতে শুভেন্দু ও বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের।
পশ্চিম মেদিনীপুরঃ- শাহিদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করার পর, তার পরিবারের সম্পর্কে নাতি গোপাল চন্দ্র বসুর সাথে দীর্ঘক্ষণ কথা বললেন অভিষেক। তারপর কচিকাঁচাদের সাথে মিশে গেলেন তিনি। নিজের হাতে চকলেট খাওয়ালেন ছোট ছোট বাচ্চাদের। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নতুন তৈরির সংসদ ভবন নিয়েও কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন এত হাজার কোটি টাকা খরচা করে সংসদ ভবন না বানিয়ে, ওই টাকা সাধারণ মানুষকে বাড়ি তৈরি করার জন্য পাঠান।
তিনি নোট বন্দী নিয়ে বলেন, একবার তো করেছিলেন তাতে কি কালো টাকা দেশে ফিরেছে। সংসদ তো বছরে মাত্র ৩০ থেকে ৪০ দিন চলে তাই এত বড় সংসদ তৈরি করে কি লাভ রয়েছে। তাছাড়া এত বড় সংসদ কিসের জন্য প্রয়োজন? আমাদের দেশে তো ৮০০ থেকে ৯০০ মধ্যে সাংসদ রয়েছে। কুড়মীদের আন্দোলন নিয়ে বলেন, বিজেপি শিখিয়ে লোক পাঠিয়েছিল; তাই কুড়মীদের স্লোগান জয়গরাম বলতে গিয়ে জয় শ্রীরাম সোনা গিয়েছিল। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার কারণেই বিজেপি এ ধরনের কর্মসূচি করছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন যাদেরকে টাকা নিতে দেখা গেছে ক্যামেরার সামনে তাদেরকে কেন সিবিআই ডাকছে না? তিনি আবার বিরোধীদলের নেতা।