জমি মাফিয়াদের হাত থেকে বাঁচতে পদক্ষেপ এডিডিএ’র।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পশ্চিম বর্ধমান জেলায় বসতবাড়ির জন্য  জমি কেনার ক্ষেত্রে অথবা বাড়ি, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অবশ্যই এডিডিএ অথবা জেলা পরিষদের কাছ থেকে এনওসি আছে কিনা সেটা খতিয়ে দেখে নেয়ার আবেদন জানালো জেলা প্রশাসন। দীর্ঘ বেশ কিছু মাস ধরে জেলার বিভিন্ন প্রান্তে সরকারি জমি দখল করে প্লট তৈরি করে বিক্রি করার অভিযোগ উঠছিল জমি দুষ্কৃতিদের একাংশের বিরুদ্ধে। সেই ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নামে জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলায় বিভিন্ন প্রান্তে বেশ কিছু এই ধরনের সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ ডি ডি এ এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়।

ঘটনা প্রসঙ্গে জেলাশাসক এস অরুনপ্রসাদ বলেন, সাধারণ মানুষকে শহরাঞ্চলে জমি কেনার আগে অথবা বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটির ছাড়পত্র রয়েছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেওয়া দরকার। যেকোনো ধরনের হাউসিং ডেভেলপমেন্টের কাজ করতে গেলে সংস্থাকে, এ ডি ডি এ দিয়ে ছাড়পত্র অবশ্যই নিতে হবে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে জেলা পরিষদের কাছ থেকে ছাড়পত্র নেওয়া জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *