‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওম্যানস্ ফুটবল টুর্নামেন্ট’শুরু হল মেদিনীপুরে।

পশ্চিম মেদিনীপুরঃ- ‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওম্যানস্ ফুটবল টুর্নামেন্ট’ অর্থাৎ আন্ত:বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবলের সর্বভারতীয়স্তরের প্রতিযোগিতা এ বার শুরু হল মেদিনীপুরে। এর আয়োজনের দায়িত্বে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন প্রান্তের ১৬টি বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল খেলবে। প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক বৈচিত্র্যের মেলবন্ধন ঘটাতেও উদ্যোগী বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতা চলাকালীন মাঝে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এতে যোগ দেবেন। নিজ নিজ প্রদেশের সংস্কৃতির সুরেলা সংমিশ্রণ ঘটাবেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী বলছেন, ‘‘শুধুমাত্র খেলার মধ্যেই আমরা আমাদের সমস্ত কার্যকলাপ সীমাবদ্ধ রাখছি না। দেশের নানা প্রান্তের ১৬টি টিম খেলছে। বিভিন্ন ভাষাভাষির টিম। তাদের বিভিন্ন বৈচিত্র্য। আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। বাংলা এবং মেদিনীপুরের সংস্কৃতিকে আমরা তুলে ধরব। অন্য রাজ্যের যে সংস্কৃতি রয়েছে, সেটাকেও মেদিনীপুরবাসীর কাছে তুলে ধরব।’উপাচার্য বলছেন, ‘‘দেশে প্রায় ৯৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিযোগিতাটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ রকম একটি সর্বভারতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুরে।’

সূচনা হল ৮ জানুয়ারি। এই দিন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। খেলা হবে ৯ থেকে ১৩ জানুয়ারি। কয়েকটি খেলা হবে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে, কয়েকটি শহরের অরবিন্দ স্টেডিয়ামে। ৪টি জোনের ১৬টি দল অংশ নিচ্ছে। সোমবার শোভাযাত্রা শেষে উদ্বোধনী অনুষ্ঠান হয় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে। ফাইনাল হবে বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু স্টেডিয়ামেই। সবমিলিয়ে প্রায় ৫০০ প্রতিযোগী আসছেন। উপাচার্য বলেন, ‘‘ প্রায় ৫০০ জনের সমাগম হবে ক্যাম্পাসে। ওঁদের যথাযথ আতিথেয়তা দেওয়ার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। ১০ জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। ১১ জানুয়ারি ক্যাম্পাসে ফুড ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা রয়েছে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *