ডোমজুড়ে মনোনয়নে বাধাদানের অভিযোগ, ISF প্রার্থীর অভিযোগ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে।
হাওড়াঃ- হাওড়ার ডোমজুড়ে মনোনয়নে বাধাদানের অভিযোগ। ISF প্রার্থীর অভিযোগ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে। নমিনেশন জমা করতে এসে তৃণমূল নেতার হাতে বাধা পেলেন আইএসএফের এক প্রার্থী, এমনই অভিযোগ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে ডোমজুড় বিডিও অফিস চত্বরে। জানা গেছে, বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জন্য নমিনেশন করতে এসেছিলেন আইএসএফের ওই প্রার্থী। প্রার্থীর অভিযোগ, সে সময় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আলম তাঁকে মনোনয়ন করতে বাধা দেন। ধাক্কাধাক্কি করেন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ আসে। তৃণমূল নেতার দাবি, তিনি আইএসএফ প্রার্থীকে সেভ করতে গিয়েছিলেন। উল্টে উনি তাঁর নামেই অভিযোগ তুলছেন। এদিকে, পুলিশ এই ঘটনায় আইএসএফের ওই প্রার্থীকেই আটক করে নিয়ে যায়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।