তৃণমূল কর্মীদের ওপর সিপিএমের হার্মাদ বাহিনীর হামলার অভিযোগ। গুরুতর আহত চার।
কেশপুর, পশ্চিম মেদিনীপুর: পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই আবারো শুরু রাজনৈতিক উত্তাপ! ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর। কেশপুর ব্লকের ৮ নম্বর অঞ্চলের চরকা গ্রামে বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ জমি সংক্রান্ত বিষয়ের সমস্যা সমাধানের সভা বসেছিল। সেখানে তৃণমূল সিপিএম দুটি রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি তারপরে বড়োসড়ো মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। আর তাতেই গুরুতর আহত ও রক্তাক্ত হয় কমপক্ষে দশজন তৃণমূল কর্মী। গুরুতর আহত হয়েছেন তিনজন তৃণমূল কর্মী। এদেরকে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিকল্পনা মাফিক এই হামলা চালিয়েছে সিপিএমের হার্মাদ বাহিনী, বলে দাবি কেশপুর ব্লক তৃণমূলের ৮ নম্বর অঞ্চলের সভাপতি মহতাজ খান এর। তবে ঘটনায় সিপিএমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার আগেই কেশপুরে আবারো শুরু রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসার রাজনীতি।