“ইনটেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ” মা ও শিশুদের জন্য বিশেষ টীকাকরণ কর্মসূচি আরম্ভ হতে চলেছে হাওড়া জেলাতেও।

হাওড়াঃ- “ইনটেনসিফায়েড মিশন ইন্দ্রধনুষ” মা ও শিশুদের জন্য বিশেষ টীকাকরণ কর্মসূচি আরম্ভ হতে চলেছে হাওড়া জেলাতেও। সারা দেশেই মোট তিনটি পর্যায়ে এই কর্মসূচি হবে। যার প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে আগামী ৭-১২ আগস্ট। এই কর্মসূচি নিয়ে শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠক করেন হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন, যেসব শিশুরা একদম টীকা নেয়নি এর সঙ্গে গর্ভবতী মায়েরা এখনও টীকা নেননি বা সময় পার হয়ে গিয়েছে তাদেরকে নিয়ে এই টীকা দেওয়া হবে। প্রতি বাড়ি ঘুরে যে সকল শিশুদের টীকা নেওয়া হয়নি তাদের নাম নথিভুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ২২ হাজার ৬৭৪ জন মা এবং শিশু পাওয়া গিয়েছে যাঁরা টীকা নেননি বা বাদ পড়ে গিয়েছেন। পরিকল্পনা করা হয়েছে মা ও শিশুদের ৭ আগস্ট থেকে ১২ আগস্ট  পর্যন্ত ১,০০৮টি বিশেষ টিকাকরণ কেন্দ্রের মাধ্যমে টীকা দেওয়া হবে। কোনও কোনও ক্ষেত্রে টীকা নেওয়ায় অনীহা থাকে। সেই ব্যাপারে মসজিদের ইমামদের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা হয়েছে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বিশেষ করে যাঁরা ইঁটভাটায় শিশু নিয়ে কাজ করেন তারা  টীকা পায়না। এই সময়ের মধ্যে  যেখানকার বাসিন্দা হোক না কেন টীকা পাওয়ার যোগ্য হলে তাদের টীকা দেওয়া হচ্ছে। টীকাকরণের মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা যায়। কোভিডের সময় অন্যান্য কাজের মতো টীকাকরনের কাজও  ব্যাহত হয়েছিল। ২০২২-২৩এ চেষ্টা করা হয়েছিল এই টীকাকরন সম্পূর্ণ করার জন্য। তা সত্ত্বেও কিছুটা ঘাটতি থেকে গিয়েছে। সেই  কারণে সারা দেশে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ৩ দফায় টীকাকরনের ব্যবস্থা করা হয়েছে। হাম এবং রুবেলা নির্মুল করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে কিছু শিশু বাদ পরেছিল। এবার জন্ম থেকে ৫ বছর পর্যন্ত যারা যেরকম টীকাকরণে বাদ পড়েছেন তাদের এই কর্মসূচির আওতার মধ্যে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *